আপনার হাতের লেখা ডেটা আপলোড করে একটি উন্নতমানের বাংলা OCR সিস্টেম তৈরিতে সাহায্য করুন। আপনার ছোট্ট অবদান বাংলা ভাষার ডিজিটাল ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে।
শুরু করুনআপনার বাংলা হাতের লেখার ছবি আপলোড করুন। ক্যামেরা দিয়ে সরাসরি তুলে দিতে পারেন বা গ্যালারি থেকে নির্বাচন করতে পারেন।
আমাদের সিস্টেম আপনার ছবি বিশ্লেষণ করে এবং বাংলা টেক্সট চিনতে AI মডেলকে প্রশিক্ষণ দিতে এই ডেটা ব্যবহার করে।
আপনার অবদান বাংলা OCR মডেলকে আরও সঠিক এবং কার্যকর করতে সাহায্য করে, যা বাংলা ভাষার ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করে।
বাংলা হাতে লেখা টেক্সট শনাক্তকরণ (OCR) একটি বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য একটি আধুনিক ডেটাসেট তৈরি করা, যাতে ভবিষ্যতে AI মডেলগুলো আরো নির্ভুলভাবে বাংলা লেখা চিনতে পারে। আপনার অবদান এই প্রজেক্টকে সফল করতে সাহায্য করবে।
এই প্রজেক্টটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং গবেষণার উদ্দেশ্যে তৈরি। আপনার আপলোড করা সকল ডেটা পাবলিকভাবে হবে এবং শুধুমাত্র গবেষণার কাজে ব্যবহৃত হবে। আপনার গোপনীয়তা রক্ষায় আমরা সংবেদনশীল তথ্য আপলোড না করার অনুরোধ করছি।
স্পষ্ট এবং পড়া যাবে এমন বাংলা হাতের লেখার যেকোনো ছবি আপলোড করতে পারেন। JPG, PNG ফরম্যাটের ছবি নেয়া হয়।
আপনার আপলোড করা ছবিগুলো একটি পাবলিক ডেটাসেটে যুক্ত হবে এবং বাংলা OCR সিস্টেম উন্নত করতে গবেষকরা ব্যবহার করবেন।
ডেটা আপলোড হয়ে গেলে এবং গবেষণায় ব্যবহার শুরু হলে তা সরিয়ে ফেলা কঠিন। তাই আপলোডের সময় নিশ্চিত হয়ে নিন।